সিরাজাম মুনীরা মুহম্মদ মুস্তফা
(সাল্লাল্লাহু আলাইহি অ-সাল্লাম)
ফররুখ আহমদ
(সাল্লাল্লাহু আলাইহি অ-সাল্লাম)
ফররুখ আহমদ
পূর্বাচলের দিগন্ত নীলে সে জাগে শাহানশাহের মত
তার স্বাক্ষর বাতাসের আগে ওড়ে নীলাভ্রে অনবরত।
ঘুম ভাঙলাে কি হে আলাের পাখী? মহানীলিমায় ভ্রাম্যমাণ
রাত্রি-রুদ্ধ কণ্ঠ হ'তে কি ঝ'রে এবার দিনের গান?
এবার কি সুর ঘন অশ্রুর কারা তট থেকে প্রশান্তির?
এবার সে কোন আলাের স্বপ্নে তাকাবে ক্ষুদ্ধ প্রলয় নীর?
তার স্বাক্ষর বাতাসের আগে ওড়ে নীলাভ্রে অনবরত।
ঘুম ভাঙলাে কি হে আলাের পাখী? মহানীলিমায় ভ্রাম্যমাণ
রাত্রি-রুদ্ধ কণ্ঠ হ'তে কি ঝ'রে এবার দিনের গান?
এবার কি সুর ঘন অশ্রুর কারা তট থেকে প্রশান্তির?
এবার সে কোন আলাের স্বপ্নে তাকাবে ক্ষুদ্ধ প্রলয় নীর?